ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৮০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ডিবর ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে শুক্রবার রাতে ডিবির এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় নগরীর সিকে ঘোষ রোড ও নতুন বাজার থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, আরকে মিশন রোডের হামিদ আল মামুন, মারুফ আহম্মেদ নতুন বাজার জমির মুন্সীলেনের অর্নব চৌধুরী, মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ির আফজাল কবির ওরফে অনিক ও ময়মনসিংহের তারাকান্দার রফিকুল ইসলাম। তাদের নামে মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।