১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা নবসৃষ্ট গুলশান ট্রাফিক বিভাগের কার্যালয় উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
১২, সেপ্টেম্বর, ২০২০, ১২:২৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবসৃষ্ট গুলশান ট্রাফিক বিভাগের কার্যালয় উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর, ২০২০) সকাল ১০.০০টায় হাউজ নং-১০, রোড-২/ই, বারিধারা, জে-ব্লক, ঢাকায় অবস্থিত গুলশান ট্রাফিক কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

ডিএমপি কমিশনার নবসৃষ্ট বিভাগের সকল সদস্যকে শুভকামনা ও অভিনন্দন জানান এবং সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসাধারণের আস্থা ও সন্তুষ্টি অর্জনে ট্রাফিক-গুলশান বিভাগ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নগরবাসি যেন স্বস্তি পায়, কোন প্রকার হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রেখে মানবিকতার সাথে বিধিবদ্ধভাবে দায়িত্ব পালন করার জন্য তিনি সকলকে নির্দেশনা দেন।

এ সময় ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম বিপিএম (বার) সহ ডিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

dmp news