১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবির অভিযানে মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৫, সেপ্টেম্বর, ২০২০, ৩:৩২ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মটরসাইকেলে গাঁজাবহনকালে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তার নাম আরিফুল ইসলাম। মঙ্গলবার সকালে নান্দাইল থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এ অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার সকালে ডিবির এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইলের মহাবৈই এলাকা থেকে মটরসাইকেলে মাদক বহনকালে দেড় কেজি গাঁজা গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামকে গ্রেফতার করে। সে মহাবৈই গ্রামের মতিউর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।