প্রতিদিনই ঢাকা – ময়মনসিংহ ও ঢাকা – টাংগাইল মহাসড়কে যানজটের ভোগান্তিতে পড়তে হয় শত,শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের। প্রতি বৃহস্পতিবার যানজটের তীব্রতা বেড়ে যায়। দুর্ভোগের শেষ নেই। আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বিকাল ৫ টায় এয়ারপোর্টে গোল চত্বর হতে ঢাকা থেকে হালুয়াঘাট গ্রামী শ্যামলী পরিবহনের একটি বাসে উঠে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশে সাংবাদিক মোঃ সেলিম দেড়ঘন্টায় আসে টঙ্গী ষ্টেশন রোড পর্যন্ত। বেসরকারি প্রতিষ্ঠানেন চাকুরীজীবি হারাধন বর্মণ জানায় মহাখালী থেকে গাজীপুর চৌরাস্তা যাওয়ার উদ্দেশে একটি বাসে উঠেন বিকাল সাড়ে ৪ টায় দুই ঘন্টা পার
হলেও চৌরাস্তা যেতে পারেনি যানজটের কারণে। রাজধানীর আবদুল্লাপুর থেকে টাংগাইলের গোপালপুর এর উদ্দেশে ব্যবসায়ী লিটন মিয়া একটি বাসে উঠেন বিকাল ৪ টায় তিন ঘন্টা সময় লাগে এলেঙ্গা পর্যন্ত পৌঁছাতে।
ভুক্তভোগীরা যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।