১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে হতদরিদ্র নাজমা বেগমকে গৃহনির্মাণের ব্যবস্থা করলেন আব্দুল কদ্দুছ ফাউন্ডেশন।।
২৬, সেপ্টেম্বর, ২০২০, ৫:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস:

মানবসেবা ও সমাজ উন্নয়নের মহান ব্রত নিয়ে কাজ করে যাওয়া ময়মনসিংহের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুস কুদ্দুস ফাউন্ডেশন তাদের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এবার হতদরিদ্র গৃহহীন নারী সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের নাজমা বেগমের গৃহনির্মাণের সমুদয় ব্যবস্থা করলেন। গতকাল ২৬-১০-২০২০ শনিবার আব্দুল কুদ্দুস ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল মোমেন,নির্বাহী পরিচালক আব্দুল মুহিত এবং আব্দুল কুদ্দুস ফাউন্ডেশন এর মুখ্য সমন্বয়ক ও রেডিও ১৯ এর প্রধান নির্বাহী রনি রাসেল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের উপস্থিতিতে ৪ বান টিন সহ গৃহনির্মাণের প্রয়োজনীয় সরঞ্জাম ও অর্থসাহায্য নাজমা বেগমের হাতে তুলে দেন।

আব্দুল কুদ্দুস ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক রনি রাসেল মিডিয়াকে বলেন, ” মানুষ মানুষের জন্য, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই আব্দুল ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা গৃহহীন পরিবারগুলিকে গৃহনির্মাণ তথা আমাদের সাধ্যমত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ”।
গৃহনির্মাণের জন্য টিন সহ প্রয়োজনীয় উপকরণ হাতে পেয়ে হতদরিদ্র নাজমা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, আব্দুল কুদ্দুস ফাউন্ডেশনের জন্য মহান আল্লাহতালার কাছে খাস দিলে দোয়া করছি, তারা যেন আমার মত অসহায় মানুষদের পাশে সব সময় থাকতে পারে এবং পরম করুণাময় আল্লাহ যেন তাদের সেই তৌফিক দান করেন।
উল্লেখ্য আব্দুল কুদ্দুস ফাউন্ডেশন জন্মলগ্ন থেকেই সামাজিক ও মানবিক কাজের সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বৈশ্বিক মহামারী করোনাকালীন সংকটে তারা হতদরিদ্র অসহায় মানুষদেরকে খাদ্য উপহার, ঈদ উপহার সহ নগদ অর্থ বিতরণ করেছেন। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক সহ সুরক্ষাসামগ্রী বিতরণ ও গণ সচেতনতা তৈরি সহ করোনাক্রান্ত শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য বিনামূল্যে নিঃশ্বাস অক্সিজেন সেবার ব্যবস্থাও করেছেন।
ময়মনসিংয়ের সুশীল সমাজ আব্দুল কুদ্দুস ফাউন্ডেশন এর সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন