১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করলেন ডিসি মিজানুর রহমান।।
২৭, সেপ্টেম্বর, ২০২০, ৭:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

পর্যটন দিবসের প্রতিপাদ্যঃ “Tourism and Rural Development” নিয়ে ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৭শে সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা

অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক, ময়মনসিংহ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমীন, ময়মন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা ট্যুর অপারেটর কমিটির সদস্যবৃন্দসহ জেলার পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া সভায় ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী ও উপজেলাসমূহের উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।

উক্ত আলোচনা সভায় ময়মনসিংহের পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী ৩ জন বিজয়ীর হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক মিজানুর রহমান।