১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর, ময়মনসিংহ গৌরীপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।।
৭, অক্টোবর, ২০২০, ৩:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরের স্বচ্ছতা যাচাইের মাধ্যমে স্বচ্ছ, দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন কে জনকল্যাণমুখী করার লক্ষে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।৬ই অক্টোবর মঙ্গলবার তিনি জেলা প্রশাসনের পক্ষে গৌরীপুর উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয় পরিদর্শন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নারী নির্যাতন প্রতিরোধকরা সহ বিভিন্ন বিষয়েই মতবিনিময় করেন।

এছাড়াও তিনি উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও উপজেলার বিভিন্ন দাপ্তরিক কার্যালয়সহ বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। এসময় সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী সহকারী কমিশনার ভূমিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌরীপুর উপজেলার প্রতিটি প্রশাসনিক কার্যালয় যাতে স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত ও গণমুখী হয়, সাধারণ মানুষ যেন তার ন্যায্য সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন এবং উপজেলা প্রশাসনের সেবার মানকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।