১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, সারা বাংলা জাহাঙ্গীর কবির নানকের রোগমুক্তি কামনায় মসিক মেয়র টিটু’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।।
৮, অক্টোবর, ২০২০, ৯:৪৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের দ্রুত রোগমুক্তি কামনায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর উদ্যোগে গতকাল নগরীর শাপলা কমিউনিটি সেন্টারে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মসিক মেয়র মো: ইকরামুল হক টিটুর আয়োজনে এড.জাহাঙ্গীর কবির নানকের আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন

মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ্ শওকত ওসমান লিটন, মহানগর কৃষকলীগের সভাপতি এবি সিদ্দিক সাধারণ, সম্পাদক আবুল হাশেম রায়হান,মসিকের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার সহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
মিলাদ মাহফিলে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের আশু রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং পরবর্তীতে তবারক বিতরণ করা হয়।