মারুফ হোসেন কমলঃ
ব্যাপক ঝাক-জমক, উৎসাহ- উদ্দীপনা মুখর পরিবেশে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রেসক্লাবটির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে করোনায় স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা পদক-২০২০ প্রদান করা হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলোচনা ও একই সাথে করোনাকালে স্বেচ্ছাসেবী হিসাবে ভূমিকা রাখা ৩২জন স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান উপলক্ষে ১৩ই অক্টোবর মঙ্গলবার বিকাল-৩টায় ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরীর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের মুখ্য সমন্বয়ক স্বাধীন চৌধুরীর সঞ্চালনায় বিভাগীয় প্রেসক্লাবের গৌরবময় ৫বছরের সাফল্যের বিভিন্ন চিত্র তুলে ধরে ও অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন-ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সাধারন সম্পাদক এইচ এম ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান,অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দীন ভূঞা। এছাড়াও অন্যান্যদের মাঝে সহ-সভাপতি প্রদীপ কুমার ভৌমিক সহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, ময়মনসিংহের সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।