১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা করোনা আক্রান্ত তথ্যমন্ত্রীকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর
১৯, অক্টোবর, ২০২০, ২:৩২ অপরাহ্ণ - প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। গতকাল রবিবার বিকেলে তাকে স্থানান্তর করা হয়।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন mp news কে জানান, মন্ত্রী সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শেই তিনি হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে, গত শুক্রবার রাতে করোনার উপসর্গ নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পরে তার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।