১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবির হাতে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
২, নভেম্বর, ২০২০, ৮:৪৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আড়াই শত গ্রাম গাঁজা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে তাদেরকে ভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে রবিবার ডিবির এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ত্রিশালের বালিপাড়া ছোটপুল বাজার থেকে ২৫০ গ্রাম গাঁজাসগ গ্রেফতার করে। সে বালিপাড়া ছোটপুল এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। এছাড়া এসআই মলয় চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ তারাকান্দায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বাট্টা বাজার থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আঃ ফালান ওরফে হালান ওরফে ফালুকে গ্রেফতার করে। সে সিদ্ধান্তের বাট্টা এলাকার ওয়াহেদ আলীর ছেলে। গ্রেফতারকৃতদের নামে পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ ।