ময়মনসিংহ অফিস
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে সাত শত গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক বিরোধী নিয়ীশথ অভিযানের অংশ হিসাবে ডিবির এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার রাতে হালুয়াঘাটে অভিযান পরিচালনা করে সুমুনিয়াপাড়া থেকে ৭ শত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, কুচুয়া কুরার আবুল হোসেনের ছেলে আঃ মান্নান ও ঘোষরোড এলাকার সিরাজ আলীর ছেলে আশরাফুল আলম। তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে। বুধবার আদালতে পাঠানো হয়েছে।