ময়মনসিংহ অফিস
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মাদক ও নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩২০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইল থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ডিবি পুলিশ বৃহস্প্রতিবার নান্দাইলে অভিযান চালিয়ে মধ্যবাজার থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ৩ শত ২০ কেজি পলিথিনসহ এক পলিথিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম রঞ্জন কুমার সাহা। সে নান্দাইল মধ্য বাজারের বিনোদ বিহারী সাহার ছেলে। এছাড়া এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে নগরীর মাসকান্দা থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, জামালপুর সদরের ওয়াজেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম ওরফে সজিব ও ময়মনসিংহ নগরীর কাচিঝুলির এস এম বাবুলের ছেলে সৈয়দ লিপু সুলতান। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।