১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবির অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
৭, নভেম্বর, ২০২০, ৫:২৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তারা হলো খালেদ হোসেন শাওন ও আঃ ছাত্তার। শনিবার তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশের ওনিয়মিত মাদক বিরোধী অবিযানের অংশ হিসাবে ডিবির এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ শনিবার বিভাগীয় নগরীর বাউন্ডারী রোড থেকে ৫ গ্রাম হেরোইনস দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, জামতলা মোড়ের আবুল হোসেনের ছেলে খালেদ হোসেন ওরফে শাওন ও আকুয়া লিচু বাগান এলাকার খিজির মিয়ার ছেলে আঃ ছাত্তার। তাদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।