ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে এক হাজার ৯০ লিটিার চোলাই মদ উদ্ধার করেছে। এ সময় ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। মঙ্গলবার রাতে নগরীর রমেশ সেন রোড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের পাটগুদাম ব্রীজ, রেলওয়ে স্টেশনসহ নগরীর বিভিন্ন এলাকায় হঠাৎ করেই ছিনতাই বেড়ে যায়। ব্রীজ এলাকায় দিন দুপুরে ছিনতাই চলে। কোন যাত্রী বাস, সিএনজি কিংবা অন্য যে কোন যানবাহন থেকে নামলেই ছিনতাইকারীরা যাত্রীদের ব্যানেডি ব্যাগ, লাগেজ টানাটানি শুরু করে। এ ধরণের খবর পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের কাছে আসে। ময়মনসিংহের দায়িত্বশীল পুলিশ সুপার এ সব বিষয় গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে ডিবি পুলিশ, কোতোয়ালি মডেল থানা ও নগরীর ফাড়ি পুলিশকে ছিনতাইকারী, চোর, মাদকাসক্ত, সন্ত্রাসীদের গ্রেফতারে কঠোর নির্দেশ দেন। ময়মনসিংহ নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে চলাচল ও বিভাগীয় নগরীর বাইরে থেকে আসা লোকজনকে নিরাপদে তাদের কাজ সম্পন্ন করার সুযোগ করে দিতে ডিবি ও কোতোয়ালি পুলিশ গত শনিবার থেকে বিশেষ অভিযান শুরু করে। কোতোয়োলি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার ১৩, রবিবার ১৮ ও মঙ্গলবার ব্যাপক অভিযন পরিচালনা করে এক হাজার ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করে। নগরীর রমেশ সেন রোরেডর যৌন পল্লীতে কোতোয়ালী পুলিশ এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করে। এ সময় চিহ্নিত ছিনতাইকারী, সন্ত্রাসী, মাদকাসক্ত, নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানায়, নগরবাসির নিরাপত্তা নিশ্চিত করতে কোতোয়ালী পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে।