ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো রেজাউল করিম লিটন ও কামরুল ইসলাম।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ কাজ করছে। এরই অংশ হিসাবে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার ডিবির এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের বড়বিলারপাড় থেকে একশত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিম লিটনকে গ্রেফতার করে। সে নগরীর ব্রাহ্মপল্লীর তোতা মিয়ার ছেলে। এছাড়া এসআই সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ গফরগাঁও থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে রসুলপুর থেকে ১শত ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কামরুল ইসলামকে গ্রেফতার করে। সে পাইলকান্দার নূরুল ইসলামের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।