১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৪, নভেম্বর, ২০২০, ১:০০ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। নগরীর সানকিপাড়া থেকে সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একশত ৭০টি এ্যাম্পুল নেশা জাতীয় বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক সাকেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে নগরীর করোনেশন রোড সানকিপাড়ার একটি বাসায় অভিযান চালায়। অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে একশত ৭০টি নেশা জাতীয় ইনজেকশন বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিকসহ গ্রেফতার করা হয়েছে। তারা হলো, সানকিপাড়ার আবু বকর সিদ্দিক ওরফে বক্করের স্ত্রী মিনা বেগম ওরফে বলাই ও আকুয়া ওয়ারলেস এলাকার রাসেল মিয়ার স্ত্রী রিপা বেগম। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে।