১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে নিখোজের ৩ বছর পর পিবিআইয়ের অভিযানে গৃহবুধ উদ্ধার
২৬, নভেম্বর, ২০২০, ১:৩৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস

নিখোঁজের তিন বছর পর পিবিআই ময়মনসিংহের অভিযানে গৃহবধূ হাসনা বেগমকে উদ্ধার করা হয়েছে। বুধবার ২৫ নভেম্বর জেলা কর্তৃক ভিকটিমকে উদ্ধার। গাজীপুরের শ্রীপুর থানার পাথারপাড়া গ্রামে ভাড়া বাসা থেকে নিখোজ গৃহবধূ হাসনা বেগমকে উদ্ধার করে পুলিশ। নারী শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্ধি লিপিবদ্ধ করানোর জন্য তাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপা গৌতম কুমার বিশ্বাস জানান, ময়মনসিংহের সদরের চরগোবদিয়া গ্রামের জিন্নত আলীর স্ত্রী হাসনা বেগম ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর হঠাৎ বাড়ী হতে নিখোঁজ হয়ে যায়। নিখোজের স্বামী জিন্নত আলী তার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় স্ত্রী হাসনা বেগমকে খোজাখুজি করেন। কোথাও স্ত্রীকে খুজে না পেয়ে পরদিন কোতোয়ালী মডেল থানায় একটি জিডি (নং ৪৯৪/১৭) করেন। এর পরও কোথাও স্ত্রীর কোন হদিস না পেয়ে স্বামী জিন্নত আলী বাদি হয়ে আদালতে কোতোয়ালী থানার সিআর মামলা নং-১১৯/২০২০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ এ মামলা দায়ের করেন। মামলায় বাদি জিন্নত আলী একই গ্রামের মৃত বেনজামুল সরকারের ছেলে আমজাদ হোসেন সরকার ওরফে টুটুল মিয়া তার স্ত্রীকে অপহরণের অভিযোগ করেন। আদালতের নির্দেশে গত ১ অক্টোবর পিবিআই ময়মনসিংহ মামলাটি গৃহীত হয়। পরে পিবিআই এসআই সুমন মাহমুদের মামলার তদন্তভার দেন। তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর থানার পাথারপাড়া গ্রামে ভাড়া বাসা থেকে ভিকটিম হাসনা বেগমকে উদ্ধার করে। বুধবার ভিকটিমের নারী শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্ধি লিপিবদ্ধ করানোর জন্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়।