১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা সুস্থ্য জাতি পেতে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।। ইউএনও সাইফুল ইসলাম।।
২৬, নভেম্বর, ২০২০, ৭:১০ অপরাহ্ণ - প্রতিনিধি:

আরিফ রববানীঃ

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেছেন-একটি সুস্থ্য জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা, অথচ আজ এই একুশ শতকে এসেও বাংলাদেশের অনেক মেয়ে এখনো শিক্ষা থেকে বঞ্চিত, যার প্রধান কারণ বাল্যবিবাহ, তিনি বলেন- আগামী প্রজন্মের সুস্থ্যভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাঁধা।

তিনি ২৬শে নভেম্বর বৃহস্পতিবার সকালে সদরের উপজেলার রাঘবপুর রহমানিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার আয়োজিত বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য বিধি ও নৈতিকতা শিক্ষা বিষয়ে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা ২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেে এসব কথা৷ বলেন।

এসময় তিনি আরো বলেন- যারা বাল্যবিবাহে ইচ্ছুক তারা যে কোন উপায়ে জন্ম নিবন্ধনে মেয়ের বয়স বৃদ্ধি করে নেয় এ-ই জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে সচেতন হতে হবে ।এর ফলে আইনানুগ ব্যবস্থাও নেওয়া কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে কিছু কাজীও দায়ী থাকে এবং এরা মেয়ের বয়স বৃদ্ধি দেখিয়ে বিয়ে দিতে বর এবং কনে পক্ষকে সহায়তা করে। অনেক ক্ষেত্রে মেয়েদের অর্থনৈতিক অবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে বাল্যবিবাহে উৎসাহিত করে ছেলেদের পরিবার। কখনও কখনও তাড়াতাড়ি বিয়ে দেওয়ার প্রবনতা থেকেও বাল্য বিবাহের দিকে ঝুঁকে পড়ে গ্রাম্য পরিবারগুলো।
নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্য বিবাহের কারনে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে৷ মা হতে গিয়ে প্রতি ২০ মিনিটে একজন মা মারা যাচ্ছেন,
প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক৷ নবজাতক বেঁচে থাকলেও অনেক সময় তাকে নানা শারীরিক ও মানষিক জটিলতার মুখোমুখি হতে হয়৷
অপ্রাপ্তবয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে৷
বাল্য বিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশঙ্খা তৈরী হওয়া ছাড়াও নানা পারিবারিক অশান্তি দেখা দেয়৷ ।
বাল্যবিবাহ শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি রাষ্ট্রের ক্ষতিসাধনেও সহায়ক হওয়াসহ বাল্যবিবাহের প্রধান কিছু কুফল সম্পর্কে সকলকে অবগত করে এব্যাপারে সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। এসময় তিনি চলমান মহামারী করোনা পরিস্থিতিতে সকলকে মাস্ক ব্যবহার করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবানও জানান। রাঘবপুর রহমানিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা কমিটির সভাপতি ড.সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে চরনিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল ইসলাম সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন।