১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

২৮, নভেম্বর, ২০২০, ৯:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আহমেদের নেতৃত্বে ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে একের পর এক হত্যা মামলার পলাতক আসামি মাদক ব্যবসায়ী ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অভিযানে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি শুভ্র হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাকিব গ্রেপ্তার হয়েছে।গ্রেপতারকৃত আসামি সাকিব আহমেদগৌরপুর উত্তর বাজার জুলমান রেজার সন্তান।

স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র কে হত্যার পর শাকিব নিজেকে বাঁচাতে গাঁ ঢাকা দিয়েছিল। জেলা গোয়েন্দা পুলিশের তদন্ত ও সাঁড়াশি অভিযান চালিয়ে অবশেষে ২৭শে নভেম্বর রাতে তাকে সিলেট দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাকিবকে ২৮শে নভেম্ভর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাফিজ আল আস আদ পরিচালিত বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে ঘটনায় জড়িত মর্মে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এদিকে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি শাকিব শাকিব গ্রেপ্তার হয় উপজেলা জুড়ে রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্যদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই জেলা গোয়েন্দা শাখা কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। অপরদিকে

ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহ নগরীর জামতলা মোড় থেকে অনলাইনে জুয়া খেলা রত অবস্থায় সজিব মিয়া (২৫) পিতা আবু সাঈদ
২. মাহফুজ (৩৭) পিতা-মৃত আব্দুল মোতালেব
৩ মাহবুব করিম বাবু (৩৫) পিতা-মৃত আব্দুল জলিল নামক ৩ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা ১২ লক্ষ ১১ হাজার টাকা এবং অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ০৯ টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান- গ্রেফতার কৃত আসামীরা দীর্ঘদিন যাবত অনলাইনে জুয়া খেলে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন- জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি অভিযানের সফলতার লক্ষে ময়মনসিংহের সর্বস্তরের ব্যক্তি বর্গের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।