১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে অনলাইনে জুয়ার আসর।। ৩ জয়াড়ি ১২ লাখ টাকাসহ ডিবির হাতে গ্রেফতার
২৮, নভেম্বর, ২০২০, ১১:২৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

এম এ আজিজ,

ময়মনসিংহে অনলাইনে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । তাদের হেফাজত থেকে ১২ লাখ ১১ হাজার টাকা এবং অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ৯ টি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। শনিবার ডিবির ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশনা বিশেষ অভিযান পরিচালনাকালে ময়মনসিংহ নগরীর জামতলা মোড়ে অনলাইনে জুয়ার চলছে এমন খবরের ভিত্তিতে শনিবার সন্ধায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৩ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। জুয়াড়িরা হলো, সজীব মিয়া,মাহফুজ ও মাহবুব করিম বাবু। তাদের সবার বাড়ি জামতলা মোড়ে।
তাদের হেফাজত থেকে ১২ লক্ষ ১১ হাজার টাকা এবং অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ৯ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবত অনলাইনে জুয়া খেলে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করে।