১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ত্রিশালের কাঠাল ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসনের সাথে একাত্মতা পোষণ করে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত।।
২৯, নভেম্বর, ২০২০, ৪:০০ অপরাহ্ণ - প্রতিনিধি:

আরিফ রববানী,(ময়মনসিংহ)=

ঝুঁকি নেয়ার দরকার নাই,মাস্ক ছাড়া গতি নাই” “মাস্ক পরুন সেবা নিন,করোনার প্রাদুর্ভাব আটকে দিন”এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসনের
পক্ষ থেকে করোনাভাইরাসের সেকেন্ড ওয়েব মোকাবেলায় ময়মনসিংহ জেলা ব্যাপী একযোগে সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের এই কার্যক্রম কে স্বাগত জানিয়ে ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামালের নেতৃত্বে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

২৯শে নভেম্বর সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে একযোগে সচেতনতামূলক কার্যক্রমের চেকপোষ্ট স্থাপন করা হয়েছে এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের সম্মুখে একটি করে সচেতনতা মঞ্চ স্থাপন করা হয়েছে,যার কার্যক্রম অব্যাহত থাকবে।

ইউপি সচিব আবুল কালামের ব্যবস্থাপনায় আয়োজিত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য বৃন্দ,বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান কামাল বলেন- জেলা প্রশাসনের উদ্যোগে কোভিঢ-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সারা জেলায় একযোগে সচেতনতামুলক প্রচার ও মাস্ক বিতরণ ক্যাম্পেইন শুরু হয়েছে। জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উক্ত সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন। সেই লক্ষে জেলা প্রশাসনের সাথে কর্মসূচিকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আমরাও কাঠাল ইউনিয়নের পক্ষ থেকে এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছি।

ইউনিয়নের মধ্যে যাদের মাস্ক থাকবে না তাদের মাস্ক পড়ার শপথ করানো হবে, প্রাথমিকভাবে মাস্ক সরবরাহ করা হবে, মাস্ক ছাড়া ইউপি কার্যালয়ে সেবা নিতে প্রবেশ নিরুৎসাহিত করা হবে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।