আরিফ রববানী,(ময়মনসিংহ)=
ময়মনসিংহের ত্রিশাল থেকে নির্বাচিত দুইবারের পৌর মেয়র উপজেলা যুবলীগের সাবেক সভাপতি তরুণ জনবান্ধব রাজনীতিবিদ আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেছেন-করুণা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত অসচেতনতার কোন বিকল্প নেই। তিনি বলেন-যে ব্যক্তি যতটা সচেতন, তিনি রোগবালাই থেকে ততটাই নিরাপদ, তাই আমাদের সকলকে করোনার এই মহামারী থেকে রক্ষা পেতে সচেতন হয়ে কাজ করতে হবে। তিনি ২৯শে নভেম্বর সোমবার করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ওয়েব মোকাবেলায় ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত একযোগে মাক্স ক্যাম্পেইনের অংশ হিসেবে ত্রিশাল পৌর এলাকায় মাক্স বিতরণ ও জনসচেতনতা মূলক কার্যক্রম চালানোর সময় তিনি ত্রিশালবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন।
এসময় তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করে ত্রিশাল বাসিকে মহামারী করোনার কবলথেকে রক্ষা করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ ত্রিশাল গড়ার লক্ষ্যে কাজ করতে দলীয় নেতা-কর্মী ও পৌর কাউন্সিলরদের প্রতি উক্ত আহ্বান জানান।
এসময় তিনি করোনায় সচেতন হয়ে সংক্রমন প্রতিরোধের লক্ষে ড্রপলেট ইনফেকশন অর্থাৎ হাঁচি-কাশির মাধ্যমে রোগটি ছড়ায়। আক্রান্ত, সন্দেহজনক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসাই এ ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রতিরোধ। নিজেকে নিরাপদ রাখতে সর্দি-কাশিতে আক্রান্ত যেকোনো ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকা ও আক্রান্ত ব্যক্তি ও পরিচর্যাকারীর মুখে বিশেষ মাস্ক পরা,কখনোই নাক-মুখ না ঢেকে হাঁচি-কাশি না দেওয়া, ব্যবহৃত টিস্যু বা রুমাল যথাযথ জায়গায় ফেলে দেওয়া,বারবার সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা সহ যেসব বস্তুতে অনেক মানুষের স্পর্শ লাগে, যেমন সিঁড়ির রেলিং, দরজার নব, পানির কল, কম্পিউটারের মাউস বা ফোন, গাড়ির বা রিকশার হাতল ইত্যাদি এসব বস্তুতে হাত দিলে সঙ্গে সঙ্গে হাত পরিষ্কার করে নেওয়াসহ মাছ-মাংস ভালো করে সেদ্ধ করে নেওয়ারও আহবান জানান। এসময় তার সাথে জাতীয় শ্রমিক লীগ নেতা সুয়েল মাহমুূদ সুমন,মাজহারুল হক সুমন,পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র- মেহেদী হাসান নাসিম,শিবলু,সহ স্থানীয় গণ্যমান্য ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।