আরিফ রববানী,(ময়মনসিংহ),
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ময়মনসিংহ জেলা প্রশাসনের কর্মসূচীকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচী শুরু হয়।পরে এক র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এবং র্যালী শেষে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করনীয় বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরি, করোনার বিস্তার রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ প্রমুখ। র্যালীতে ত্রিশাল উপজেলা প্রশাসন, পৌরসভা, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন , সাব রেজিস্ট্রার অফিস, দলিল লেখক সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন চেষ্টাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন এনজিও একযোগে আয়োজিত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।