১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবি’র হাতে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৯, ডিসেম্বর, ২০২০, ৫:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একশত ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাইরোধসহ মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে ময়মনসিংহকে একটি বাসযোগ্য, নিরাপদ ও শান্তিময় শহর গড়তে পুলিশ সুপার আহমার উজ্জামান কঠোর নির্দেশনা দিয়েছেন। এরই আলোকে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে। সোমবার ডিবির এসআই শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ফুলপুরের চাঁনপুর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, আলমগীর হোসেন ও সুমন মিয়া। এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ সদরের দাপুনিয়া বাজার থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, নবী হোসেন ও উমর ফারুক। এছাড়া এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর শম্ভুগঞ্জ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তারা হলো, সোহেল মিয়া ও আজিজুল হক বুলবুল ওরফে বুলু। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।