স্টাফ রিপোর্টার:
গতকাল ০২–১-২০২১ শনিবার ময়মনসিংহ নগরীর একটি অভিজাত রেস্তোরায় পর্যটন খাতের পথিকৃৎ “রনি’স ট্যুরিজম” আয়োজিত ‘ময়মনসিংহ অঞ্চলের পর্যটন ভাবনা’ শীর্ষক জাগ্রত মময়মনসিংহ -এর এক্সক্লুসিভ লাইভ শো অনুষ্ঠিত হয়।
বিশেষ লাইভ শোতে বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ বলেন, শিল্প -সাহিত্য- সংস্কৃতি ও হেরিটেজে সমৃদ্ধ প্রাচীন এই ঐতিহাসিক জনপদ ময়মনসিংহ হবে আগামী দিনে পর্যটনের হাব। মহান সৃষ্টিকর্তার অপরূপ দানের ফসল ন্যাচারাল ট্যুরিজমের অপার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে, তার পাশাপাশি হেরিটেজ ট্যুরিজম ও ডার্ক ট্যুরিজমের জন্যও ময়মনসিংহ হবে আগামী দিনে ট্যুরিজমের সবচাইতে আকর্ষনীয় জায়গা। বাংলাদেশ পর্যটন বোর্ডের মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ অঞ্চলে পর্যটন খাতের প্রচার ও প্রসারে রনি’স ট্যুরিজম এর ভূয়সী প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করেন মুজিববর্ষে বাংলাদেশ তথা ময়মনসিংহ অঞ্চলে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে। পর্যটনবান্ধব ও চৌকস বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সিইওর হাত ধরে পর্যটন খাত অনেকদূর এগিয়ে যাবে বলে মনে করেন পর্যটনসংশ্লিষ্ট লেখক ও বিশেষজ্ঞবৃন্দ।
ময়মনসিংহ অঞ্চলের পর্যটন ভাবনা– শীর্ষক এক্সক্লুসিভ লাইভ অনুষ্ঠান শেষে রনি’স ট্যুরিজম ও রেডিও ১৯ এর চেয়ারম্যান রনি রাসেল বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং স্মারক ক্রেস্ট প্রদান করেন ও ময়মনসিংহ অঞ্চলে পর্যটন শিল্পের উন্নয়নে অধিকতর ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন।