১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ আইন আদালত, ময়মনসিংহ মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ময়মনসিংহ নগরীর কাঠগোলা এলাকায় অভিযান।।৭ টি মামলা ও অর্থদন্ড আদায়।।
২৭, জানুয়ারি, ২০২১, ৬:২৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

 

ময়মনসিংহ অফিস:

আজ বুধবার  ২৭-০১-২০২১ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব-উল-আহসান এর নেতৃত্বে আজ নগরীর কাঠগোলা এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ সহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করার কারণে মোট ৭টি মামলা করে বিভিন্ন অংকের অর্থদণ্ডে দণ্ডিত করেন।


এ সময় তিনি গণমাধ্যমের সামনেই ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আগামী বুধবারের মধ্যে সকল প্রকার অবৈধ স্থাপনা নিজ দায়িত্ব উচ্ছেদ করবেন নতুবা আমরা কঠের অভিযান পরিচালনা করব ও সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করব।
মসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রাজীব-উল আহসান পরিচালিত অদ্যকার অভিযানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মসিকের বর্জ্য কর্মকর্তা মহব্বত অালী,চীফ সুপারভাইজার মো: রবিউল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল সহ মসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।