ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । শনিবার নগরীর গাঙ্গীনারপাড় পালিকা শপিং সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সোহাগ মিয়া।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে ডিবির এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ শনিবার নগরীর গাঙ্গীনারপাড় পালিকা শপিং সেন্টারের সামনে থেকে ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সোহাগ মিয়া। সে বলাশপুর কশাইপাড়ার জয়নাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।