মারুফ হোসেন কমল:
অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে গলগন্ডা ঢোলাদিয়া জেলখানা চর ভূমিহীন সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরী সহকারে টাউন হলস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে হয়।
গলগন্ডা ঢোলাদিয়া চর জেলখানা ভূমিহীন সমিতি লি: (রেজি নং-১৪৯)এর উদ্যোগে একুশে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণকালে সমিতির নেতৃবৃন্দের মধ্যে সভাপতি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাদির,সহ-সভাপতি মো: আবু তাহের,যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ হোসেন কমল , বাবুল মিয়া,মো: দিলু, তথা প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি মো:রাকিবুল ইসলাম,রাশিদা,
রতন,জ্যোতি,মো: রতন মিয়া পার্বতী,ইয়াসিন,কাদির,বিপুল,
রুমা রানী,আশিকুল, আবু তাহের, ফজলু মিয়া মো: আ:হান্নান,আকাশ,
প্রদীপ,সালেহা,খোকন,হামিদুল, ইতি,তারা বানু, ইভা,আয়েশা প্রমূখ উপস্থিত ছিলেন।
পর্বর্তীতে বিকেলে সমিতির উদ্যোগে একুশের শহীদদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।