১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ পুলিশ মেমোরিয়াল ডে’  স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভায় রেঞ্জ ডিআইজি – ব্যারিস্টার হারুন অর রশিদ
১, মার্চ, ২০২১, ৮:৫৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশের দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ গত ০১ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো: হারুন অর রশিদ বিপিএম, সভাপতি বক্তব্য রাখেন। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের পুলিশ সুপার মো: আহমার উজ্জামান, পিপিএম সেবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান, এনডিসি, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মো: আক্কাস উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, র‌্যাব-১৪ এর অধিনায়ক লে: কর্ণেল নাঈম আহমেদ, বিশেষ পুলিশ সুপার, সিআইডি ড. মো: আল মামুনুর আনছারী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বাবুল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি ও কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সহ সভাপতি এড.  বিকাশ চন্দ্র রায় প্রমুখ। রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বক্তব্যে বলেন পুলিশ সদস্যরা মৃত্যুর ঝুঁকি নিয়ে করোনাকালে জনগণের সেবা প্রদানের জন্য যে দায়িত্ব পালন করেছেন তা প্রশংসনীয়। বাংলাদেশ পুলিশের সদস্যরা জনগণের যানমালের নিরাপত্তায় নিশ্চিত দিয়ে থাকেন এবং তাদের দায়িত্ব পালনকালে প্রতিবছরে পুলিশের অনেক সদস্য নিহত হন। তাদের ভোলার নয়। অনেক পুলিশ শহীদ পরিবারের সদস্যরা চাকুরীর অভাবে মানবেতর জীবন যাপন করছেন। তাদের কর্মসংস্থান করার জন্য সিটি কর্পোরেশনের মেয়রের নিকট অনুরোধ জানান। বিশেষ অতিথি মেয়র ইকরামুল হক টিটু বলেন জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ উন্নয়নশীল দেশ। শহীদ পুলিশ পরিবারের সদস্যরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খন্ডকালীন চাকুরী দেওয়ায় প্রতিশ্রæতি দেন। এই সময় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ও প্রশাসনের কর্মকর্তা ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলার গোয়েন্দা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল, কোতোয়ালী মডেল থানার কর্মকর্তা মো: ফিরোজ তালুকদার, ট্রাফিক ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান সহ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শহীদ পুলিশ সদস্যদের স্মরণে স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার  জয়িতা শিল্পী।