গত ২৭ ফেব্রুয়ারী শনিবার নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর পুর্ব থানা ও কোতোয়ালি থানা ছাত্রদল আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মহানগর পুর্ব থানা ছাত্রদল এর আহ্বায়ক মোঃ রিপন মিয়াক ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে বিকাল ৩ ঘটিকায় বাকৃবি শেষ মোড়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে পুর্ব থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্য বৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতা, কর্মীবৃন্দ আংশ গ্রহণ করেন।
অপরদিকে নগরীর দিগারকান্দা বাইপাস মোড়ে কোতোয়ালি থানা জাতীয়তাবাদী ছাত্রদল এর আহ্বায়ক কমিটির এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন কোতুয়ালী থানা ছাত্রদল এর আহ্বায়ক মোঃ সোলাইমান হোসেন রুবেল ও সদস্য সচিব আবদুল্লাহ আল রুমান। এ সময় নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক, সদস্য বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবন্দ অংশ গ্রহণ করেন।