১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ মাদক বিক্রির টাকার জন্য খুন হলো রুবেল
২৩, এপ্রিল, ২০২১, ১০:৩৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

গত ০৩/০৩/২০২১ খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৮.৪৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন চর জেলখানা বেড়ীবাধে এক ব্যাক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। পারিচয় পাওয়া যায়, নাম-দিদারুল ইসলাম রুবেল (৩০), পিতা-মোঃ মোখলেছুর রহমান, সাং-কাঠবওলা, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ। কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয় ( কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৫, তারিখ-০৪/০৩/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড) । মামলার রহস্য উদঘাটনের জন্য মামলাটি ১৩/০৩/২০২১ খ্রিঃ তারিখে জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত হয়। পুলিশ সুপারের দিক নির্দেশনায় ওসি ডিবি তার সহযোগী এসআই(নিঃ) অজয় কুমার চক্রবর্তীকে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। দীর্ঘ তদন্তকালে অবশেষে হত্যার রহস্য উদঘাটিত হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্ত হয়, ঘটনায় জড়িত ০২ জন আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। উভয়ই হত্যা কান্ডের সাথে জড়িত মর্মে ঘটনায় বর্ননা করে। মৃতার নিকট মাদক বিক্রির টাকা পাওনা মর্মে বাক বিতন্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে লাশ বেড়ীবাধে ফেলে চলে যায় হত্যাকারীরা। আসামী মোঃ সুমন মিয়াকে ভালুকা থানাধীন ড্রাইভারপাড়া এলাকা থেকে ২২/০৪/২০২১ খ্রিঃ তারিখ রাত ১৭.৪৫ ঘটিকার সময় এবং মোঃ খোকন কে একই তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন চরভবানীপুর কোনাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়কে ইং ২৩/০৪/২০২১ তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব আরিফুল ইসলাম ০১ নং আমলী বিচারীক আদালত, ময়মনসিংহে সোর্পদ করা হলে, উক্ত আসামীদ্বয় হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

আসামীর নাম ঠিকানাঃ-
১। মোঃ সুমন মিয়া (২৫), পিতা-শরাফ উদ্দিন, মাতা-মাজেদা খাতুন, ২। মোঃ খোকন ওরফে খোকা (২৫),
পিতা-আঃ রশিদ, মাতা-সাজেদা খাতুন, উভয় সাং-চরভবানীপুর কোনাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
ভিকটিমের নাম ঠিকানাঃ-
১। দিদারুল ইসলাম রুবেল (৩০)পিতা- মোঃ মোখলেছুর রহমান,সাং-কাঠবওলা, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ।
বাদীর নাম ঠিকানাঃ-
১। মোঃ মোখলেছুর রহমান (৬৭)পিতা-মৃত বরকত আলী মুন্সী,সাং-কাঠবওলা, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ।