শামীম খান(ময়মনসিংহ)
প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাঁর হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহ্বায়ক এইচএম খায়রুল বাসার, সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাপ্তাহিক গৌরীপুর বার্তার সম্পাদক ম.নূরুল ইসলাম, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, বেগ ফারুক আহাম্মদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, সাংবাদিক তিলক রায়,
কোষাধ্যক্ষ্য শামীম খান, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংবাদিক আরিফ আহমেদ, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাবকে সভাপতি মহসীন মাহমুদ প্রমুখ।
বক্তরা বলেন রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদন প্রকাশের জের ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তারা নিজের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্থা করেছে। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা গৌরীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি