১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ০১ থেকে ২১ নং ওয়ার্ডের এসেসমেন্ট ‍তালিকা উন্মুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করলেন মসিক মেয়র
২৫, মে, ২০২১, ৩:৪৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

আজ দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ০১ হতে ২১ নং ওয়ার্ডের সাধারণ এসেসমেন্টের চুড়ান্ত তালিকা সকলের জন্য উন্মুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

সিটি মেয়রের দপ্তর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০২ শামীমা আক্তার, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর এ প্রসঙ্গে জানান, সিটি মেয়রের নির্দেশনায় ২২ থেকে ৩৩ নং ওয়ার্ডের এসেসমেন্ট কার্যক্রম ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন ০১ থেকে ২১ নং ওয়ার্ডের এসেসমেন্ট জরিপ করে তা জনগণের প্রদর্শনের জন্য তা উন্মুক্ত করা হলো। আগামী ২৫ জুন পর্যন্ত সিটি কর্পোরেশনের দোতালায় এ তালিকা দেওয়া থাকবে। এসেসমেন্ট সংক্রান্ত কারো কোন অভিযোগ থাকলে তা নির্ধারিত ফরমে ৩০ দিনের মধ্যে তা দাখিল করতে হবে।