ময়মনসিংহ অফিসঃ
১৯৫২-এর ভাষা সৈনিক,তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ( হাতেম আলী তালুকদার-শামছুল হক,১৯৫২),১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত
আস্থাভাজন ও বিশ্বস্ত সহচর (বঙ্গবন্ধু তাঁর অসমাপ্ত আত্মজীবনীর ২৪৭ পৃষ্ঠায় ১৯৫৩ সালে অলকা সিনেমা হলে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ কাউন্সিলে প্রয়াত শামছুল হকের ভূমিকা
গুরুত্বসহকারে উল্লেখ করেছেন),ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,৫ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-১৫ ও ময়মনসিংহ-২) ও ১বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান (১৯৮৮,ফুলপুর) এবং পাট ও বস্ত্র মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রয়াত কিংবদন্তী জননেতা একুশে পদকপ্রাপ্ত ( ভাষা আন্দোলনে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে মরণোত্তর পদকপ্রাপ্ত) এম.শামছুল হক এঁর ১৭তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
উল্লেখ্য প্রয়াত কিংবদন্তী জননেতা এম. শামসুল হকের সুযোগ্য পুত্র ময়মনসিংহ-২( ফুলপুর- তারাকান্দা) সংসদীয় আসন থেকে দুই বারের
নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব শরীফ আহমেদ এমপি গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের গণপূর্ত প্রতিমন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন।
লেখকঃ সুমন চন্দ্র ঘোষ