ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ সদরে একটি স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠা করার জোর তাগিদ অনুভব করছেন ময়মনসিংহবাসী এবং এ ব্যাপারে উদ্যোগ ও একাত্মতা পোষণের জন্য সুশীল সমাজের প্রতি উদাত্ত আহবান
জানয়িছেনেন ময়মনসিংহর সচেতন নাগরিক সমাজ।
সদর হাসপাতাল প্রতষ্ঠার কথা উল্লেখ করে এর কারণ হিসেবে দাবীকারীরা জানয়িছেনে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আমাদরে সেবার সবে ধন নীল মনি একটইি প্রাচীন এবং ঐতিহ্যবাহী হাসপাতাল যার গুরুত্ব অনেক এতে কোন সন্দহে নেই। কিন্ত ময়মনসিংহ বিভাগ হবার আগে থকেইে রোগীর চাপ চক্রাকারে বৃদ্ধি পাচ্ছিল।
তবে ময়মনসিংহ বিভাগ হবার পরর্বতীতইে সবদিক থেকে রোগীর চাপ আরও বেড়ে যায় যার নিরবিচ্ছিন্ন চিকিৎসা প্রদানে র্কতব্যরত চিকিৎসকদের রীতমতো হিমশিম খেতে হচ্ছে।
এছাড়া রোগীর অবস্থা বেগতিক র্পযায়ে চলে গলেে ময়মনসিংহের প্রায় সিংহভাগ উপজেলার এবং ইউনিয়নের রোগীরাও দলবধেে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধাবিত হতে থাকনে। এতে ডাক্তারদের অবস্থাও আরও বেগতিক হয়ে পড়ে। আর এই সুযোগে দালালচক্র সরব হয়ে উঠে। তারা বিভিন্ন অপর্কমের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মচিমহার) সুনাম ক্ষুন্ন করার প্রয়াস পায়। ফলে একদকিে যেমন রোগীরা সুচকিৎিসা বঞ্চিত হচ্ছে অপরদিকে দালাল চক্রও সক্রিয় হয়ে উঠছে।ময়মনসিংহবাসী এই কারণটিকেই দায়ী করছেন যেখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন বিভাগও তাদের যথাযথ দায়িত্ব পালনে র্দুভোগে পড়ে। মচিমহার পাশাপাশি বিকল্প একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা ময়মনসিংহ বিভাগীয় সদরে জরুরী হয়ে পড়ছে।
এব্যাপারে বভিন্নি মহলের প্রতি দৃষ্টি আর্কষণ করছেনে ময়মনসিংহের সচেতন নাগরিক সমাজ।
সদরের কন্দ্রেস্থল পাটগুদামে যে এস.কে হাসপাতালটি রয়েছে সেটার র্কাযক্রমও ততোটা সরব নয়।
এছাড়া এস.কে হাসপাতালে শুধুমাত্র ডায়রিয়া রোগীর চিকিৎসা দেয়া হয়। সেক্ষেত্রেওে নানাবিধ সংকট ও অপ্রতুলতার মধ্যে রয়ছেে এস.কে হাসপাতাল। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক চিত্তরঞ্জন দেবনাথ এর সাথে কথা বললেও তিনিও এই বিষয়টির যৌক্তিকতা উপলব্ধি করে ময়মনসিংহ সদরে একটি আলাদা স্বতন্ত্র হাসপাতাল নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানান যাতে ময়মনসিংহ মেডিকেল এর বর্তমান রোগীর যে পরিমাণ চাপ আছে সেটি যেন দেওয়া যায় এবং অত্র এলাকার জনগণ যেন সুচিকিৎসা পায়।
তিনি এও বলেন প্রয়োজনে প্রাচীনতম এসকে হাসপাতালে অবকাঠামো সহ সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে রুপান্তর করলে ময়মনসিংহ এর চিকিৎসা সংকট দ্রুতই কেটে যাবে।