চীফ রিপোর্টার – ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে।
জানা যায় দলিল লিখক সমিতির সভাপতি নূর আলম এর কথার বাইরে সাব রেজিস্ট্রার কোন দলিলে সাক্ষর করতে পারে না।
দলিল লিখক সমিতির নির্ধারিত অতিরিক্ত টাকা ঘুষ দিয়ে দলিল করতে হয় উক্ত অফিসে।
প্রতিদিন ঘুষের লাখ লাখ টাকা আদায় করে অফিস শেষে বিভিন্ন পর্যায়ে ভাগ বাটোয়ারা করা হয়।
সাব রেজিস্ট্রার দলিল লিখক সমিতির কাছে অসহায়। ভালুকা সাব রেজিস্ট্রার অফিস থেকে মোহাম্মদ আলী নামে এক ভূমির মালিককে দলিল করতে হয়েছে সরকারি ফির চাইতে দ্বিগুণ টাকা দিয়ে।
দলিল এর নকল তুলতে আসা গোলাম মোস্তফার সাথে কথা বলে জানা যায় তাকে দলিলের নকল তুলতে বাড়তি টাকা ঘুষ দিতে হয়েছে।
জানা যায় দলিল লিখক সমিতির সভাপতি সংসদ সদস্য এর ভাগিনা পরিচয়ে বেপরোয়া প্রভাব বিস্তার করছে সাব রেজিস্ট্রার অফিসে।
এ ব্যাপারে সাব রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার এর সাথে মোবাইল ফোন এ কথা হলে তিনি বলেন, আমরা অফিসে কোন টাকা নেওয়া হয় না। দলিল লিখক সমিতি কি করে এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।
এ ব্যাপারে দলিল লিখক সমিতির সভাপতি নূর আলম এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন কোন বাড়তি টাকা নেওয়া হয় না।