১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিশেষ সংবাদ, ময়মনসিংহ, সারা বাংলা মশক নিধনে ময়মনসিংহ নগরীর খালে ৫০ হাজার মশাখেকো মাছ অবমুক্ত।।
১১, জুন, ২০২১, ৯:২৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র উদ্যোগে

মশক নিধনে ময়মনসিংহ নগরীর খালগুলোতে ৫০ হাজার মশাখেকো মাছ অবমুক্ত করা হয়েছে।

 


ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির পার্শ্ববর্তী খালে ৫০ হাজার মশাখেকো মাছ ছাড়া হয়েছে। জৈবিক এই প্রক্রিয়ায় শুক্রবার বিকালে তেলাপিয়া ও খলিশা মাছ ছেড়ে মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখবেন বলে গণসমাধ্যমকে জানিয়েছেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।

এসময় মেয়র মো. ইকরামুল হক টিটু আরো বলেন, মশক নিধনে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জৈবিক উপায়ে মশক নিধনে আমরা কাজ করছি। ইতোপূর্বে, ১০ হাজার ব্যাঙ নগরীর বিভিন্ন খালে-ড্রেনে-জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

পরবর্তীতে আরো মশক নিধনকারী মাছ অবমুক্ত করা হবে।
তিনি আরো জানান, মশক নিধনে উন্মুক্ত জলাশয়ে হাঁস পালন এবং বৃক্ষ রোপনেরও পরিকল্পনা রয়েছে কর্পোরেশনের।

এসময় ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শরিফুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।