১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, সারা বাংলা ক্লিন আপ বাংলাদেশের শুভযাত্রা উদ্বোধন করলেন মসিক মেয়র
১১, জুন, ২০২১, ৯:৪০ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন.কমঃ

আজ বিকেল ৫ টায় বোরাং রেসিডেন্সিয়াল ট্রেনিং সেন্টারে ক্লিন আপ বাংলাদেশের শুভযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এসময় মেয়র ক্লিন আপ বাংলাদেশের লোগো ও টি-শার্ট উন্মোচন করেন এবং প্রতিষ্ঠানটির শুভযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এড. নজরুল ইসলাম চুন্নু, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, স্বেচ্ছাসেবক আলী ইউসুফ, ময়মনসিংহ জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ইমরান সোহেল, দূর্গাবাড়ি ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি তৌহিদুর রহমান ছোটন, ক্লিন আপ বাংলাদেশের বিভাগীয় সমন্বয়ক এড. মতিউর রহমান ফয়সাল, জেলা ও উপজেলার সমন্বয়কবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।