১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ মানব-পাচারকারী চক্রের সক্রিয় সদস্য ও মূলহোতা’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪
১২, জুন, ২০২১, ৭:০৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহ র‌্যাব-১৪’র পৃথক অভিযানে মানব-পাচারকারী চক্রের সক্রিয় সদস্য ও মূলহোতা গ্রেফতার হয়েছে। ১১ জুন ২০২১ ইং তারিখ রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাটা কান্দাবাড়ি এলাকা থেকে মূল পরিকল্পনাকারী মোঃ ইউসুফ মিয়া (৩২)-কে গ্রেফতার করে। অপর দিকে ১২ জুন রাতে গাজীপুর জেলার শ্রীপুর থেকে সক্রিয় মূলহোতা মোঃ রব্বিল শেখ-কে গ্রেফতার করা হয়।
র‌্যাব সুত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন রসুলপুর গ্রামের বাসিন্দা মোঃ আজিজুল হকের দুই মেয়ে কুলসুমা আক্তার (২২) ও সুমাইয়া আক্তার (১৯) মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়ে পার্শ্ববর্তী দেশে পাচার হওয়ার অভিযোগে ৫ জুন গাজীপুর জেলার শ্রীপুর থানায় একটি মানব পাচার মামলা রুজু হয়। এ ঘটনায় র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্তের মাধ্যমে জানতে পারে, ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাটা কান্দাবাড়ি গ্রামের মোঃ রইজ উদ্দিনের ছেলে মোঃ ইউসুফ মিয়া (৩২) ও একই জেলার গফরগাঁও থানাধীন রসুলপুর গ্রামের বাসিন্দা মোঃ আজিজুল হকের বড় মেয়ে কুলসুমা আক্তার (২২)’কে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে মানবপাচারকারী চক্রের সহযোগীতায় কথিত নিজ স্ত্রী ও শালীকাকে অর্থের বিনিময়ে ভারতে পাচার করে দেয়। র‌্যাব-১৪ এর আভিযানিক দল র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ১১ জুন ২০২১ ইং তারিখ রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাটা কান্দাবাড়ি এলাকা থেকে মূল পরিকল্পনাকারী মোঃ ইউসুফ মিয়া (৩২)-কে গ্রেফতার করে। অপর দিকে ১২ জুন ২০২১ ইং তারিখ রাতে গাজীপুর জেলার শ্রীপুর থেকে সক্রিয় মূলহোতা মোঃ রব্বিল শেখ গ্রেফতার করা হয়। এসময় স্বর্ণালঙ্কার ও দুই লক্ষ চব্বিশ হাজার চারশত পাঁচ টাকাসহ আটক করা হয়। প্রাথমিক তদন্তে পাচারকারীদের অন্যতম মূলহোতা রব্বিল শেখের বিভিন্ন সময়ে বিপুল পরিমান অর্থ লেনদেনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, যা এই মানব পাচারের সাথে সম্পৃক্ত। ভিকটিমদ্বয়কে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারী সংস্থার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও উক্ত মানব পাচারকারী চক্রসহ অন্যান্য সকল মানব পাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়ে সারা দেশে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।