জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহ র্যাব-১৪ এর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ১৫ জুন ২০২১ইং ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস মার্কাস মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০৬ গ্রাম হেরোইন, নগদ টাকা, মোবাইল উদ্ধার করা হয়।
মেজর মোঃ আখের মুহম্মদ জয় জানান, র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৫ জুন ২০২১ইং র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস মার্কাস মসজিদের সামনে থেকে মোঃ মিলন মিয়া (৩৮), মোঃ হেলাল মিয়া @ মাসুদ মিয়া (৩৪)-কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে ০৬ গ্রাম হেরোইন, ২টি মোবাইল, নগদ ৪শ’৩০ টাকা উদ্ধার করে। এব্যাপারে র্যাব বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে।