জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহে র্যাব-১৪’র অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ দুই জন গ্রেফতার হয়েছে। গত ১৯ জুন (শনিবার) ময়মনসিংহ নগরীর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১৯ জুন ২০২১ খ্রিঃ সহকারি পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে র্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর রেলস্টেশন কৃষ্ণচূড়া চত্ত্বর থেকে শ্রী কৃষ্ণ বাসফোর (৬৩), শ্রী নরেশ বাসফোর (৫০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের হেফাজত হতে ৫০ লিটার কথিত চোলাইমদ ও ০২ (দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় চোলাই/বাংলামদ অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করে আসছে। এই সমস্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।