১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহের ভালুকায় দুই পা বিচ্ছিন্ন করার ঘটনায় র‌্যাব-১৪’র অভিযানে মূল হোতাসহ তিন সহযোগী গ্রেফতার : দা উদ্ধার
১৬, জুলাই, ২০২১, ৮:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

জহির রায়হান, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকা উপজেলায় শরীর থেকে দুই পা
বিচ্ছিন্ন করার মূল হোতাসহ তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গ্রেফতারকৃতরা হলেন-মূলহোতা জসিম উদ্দিন পাঠান (৫৫) ও তার সহযোগী রুহুল
আমিন পাঠান (৪০), ইকবাল পাঠান (৩৮) এবং মাসুম মোল্লা (৫০)। গত ১৫ জুলাই
২০২১খ্রি: পাগলা থানার কান্দি এলাকা এবং ভালুকা থানার পারুলদিয়া ও
কাঁঠালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব সুত্রে জানা যায়, ময়মনসিংহের ভালুকা পৌরসভার ০৯ নং কাঁঠালী
ওয়ার্ডে অবস্থিত আর্টি কম্পোজিট লিমিটেড-এর জমি-জমা নিয়ে ফ্যাক্টরির এমডি
আব্দুর রাজ্জাক (৬৬) এর সাথে স্থানীয় জসিম উদ্দিন পাঠান(৫৫)-এর দীর্ঘদিন
ধরে বিরোধ চলে আসছিল। উক্ত জমিতে মাটি ফেলাকে কেন্দ্রকরে দুই গ্রুপের
মধ্যে মারামারি এবং সংঘর্ষের এক পর্যায়ে গত ১৪ জুলাই বেলা আনুমানিক ১০.৪৫
ঘটিকার সময় জসিম উদ্দিন পাঠান তার সহযোগী রুহুল আমিন পাঠান (৪০), ইকবাল
পাঠান (৩৮), শিরিন আক্তার (৪০), নাজিম উদ্দিন পাঠান (৫০), মোঃ মমিনুল
ইসলাম (৩৫), মাসুম মোল্লা (৫০) মোঃ রফিকুল ইসলাম মুন্সি (৫৫), মোঃ
মিজানুর রহমান পাঠান (৪৫), রণজিৎ শীল (৩৫) সহ অজ্ঞাতনামা আরো  ৮/১০ জন
মিলে আব্দুর রাজ্জাক’কে ধারালো দা দিয়ে কুপিয়ে বাম পা শরীর থেকে
বিচ্ছিন্ন করে দেয় এবং ডান পায়ের হাড় আলাদা হয়ে মাংসের সাথে ঝুলতে থাকে ও
শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। উক্ত ঘটনা সংক্রান্তে ভালুকা থানায় একটি
মামলা রুজু হয়। এই চাঞ্চল্যকর ও লৌমহর্ষক ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১৪
ছায়া তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি
করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই ২০২১ খ্রিঃ তারিখ বিভিন্ন সময়ে
র‌্যাব-১৪, ময়মনসিংহের সদর কোম্পানি এবং স্পেশাল কোম্পানীর কয়েকটি চৌকষ
আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার পাগলা থানার কান্দি
এলাকা এবং ভালুকা থানার পারুলদিয়া ও কাঁঠালী এলাকায় যৌথভাবে অভিযান
পরিচালনা করে উক্ত ঘটনার মূলহোতা জসিম উদ্দিন পাঠান (৫৫) ও তার সহযোগী
রুহুল আমিন পাঠান (৪০), ইকবাল পাঠান (৩৮) এবং মাসুম মোল্লা (৫০)দেরকে
গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া
তথ্যমতে ভিকটিমকে আঘাত করার কাজে ব্যবহৃত দা-টি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি-জমা নিয়ে বিরোধের জের
ধরে উক্ত ঘটনার মূলহোতা ও তার সহযোগীরা ভিকটিমকে ধারালো দা দিয়েকুপিয়ে পা
বিচ্ছিন্ন করেছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ
কার্যক্রম প্রক্রিয়াধীন। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় এসকল
অপরাধীদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজে শান্তি শৃঙ্খলা
প্রতিষ্ঠায় র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।