তথ্য প্রতিদিন. কমঃ
ঢাকা-রোববার
০১ আগষ্ট, ২০২১
১৭ শ্রাবণ,১৪২৮
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা,মাগুরা জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় আইনজীবী ফেডারেশন মাগুরা জেলা বার এসোসিয়েশন শাখার সভাপতি এডভোকেট হাসান সিরাজ সুজা’র মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এডভোকেট হাসান সিরাজ সুজা আজ বিকালে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)।
শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,জাতীয় পার্টির নিবেদিত প্রাণ এই নেতার মৃত্যুতে যে রাজনৈতিক শূণ্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।
জাতীয় পার্টির প্রতি হাসান সিরাজ সুজার অবদান কৃতজ্ঞচিত্রে স্মরণ করে বিরোধীদলীয় নেতা বলেন,
জাতীয় পার্টির প্রতি তার ভালোবাসা,আনুগত্যবোধের কারণেই জাতীয় পার্টি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক-
মোঃ মামুন হাসান,
মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ।