১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে র‌্যাব-১৪’র অভিযানে একজন গ্রেফতার : রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার
২, সেপ্টেম্বর, ২০২১, ৫:১০ অপরাহ্ণ - প্রতিনিধি:

জহির রায়হান, ময়মনসিংহ :
ময়মনসিংহের নান্দাইল উপজেলাধীন দত্তপুর এলাকা থেকে ১টি রিভলবার, ৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ১৪, ময়মনসিংহ।
র‌্যাব সুত্রে জানা যায়, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের জনৈক শওকত আলীর বাড়ি থেকে  মোঃ জাহাঙ্গীর আলম @ বোমা জাহাঙ্গীর (৩৫) নামে একজনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় রিভলবার (যার ম্যাগাজিনের ভিতরে ০৪ রাউন্ড গুলিভর্তি ছিল) উদ্ধার করা হয় এবং তার শোয়ার ঘর তল্লাশী করে ৮টি রামদা, ২টি বাঁশের হাতল বিশিষ্ট বল্লম, ২টি স্টিলের ডেগার, ২টি লোহার ছুরি, ১টি দা, ৫ টি লোহার তৈরী বল্লম, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৫ লক্ষ ৪৭ হাজার ৩শ’ ১০টাকা উদ্ধার করা হয়।
আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় একাধিক মামলা রয়েছে। ২০১৬ সালের ৪ মে উক্ত আসামীর বিরুদ্ধে রুজুকৃত মামলা তুলে না নেওয়ায় সে ও তার সহযোগীরা মিলে গত ০৩ আগস্ট মামলার বাদী’র বড় ভাইয়ের পা কেটে নিয়ে এলাকায় উল্লাস প্রকাশ করে বলে বিভিন্ন স্থানীয় পত্রিকার মাধ্যমে জানা যায়। প্রাথমিক অনুসন্ধানে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যকলাপ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এ সকল অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।