স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন দেশ জুড়ে বিস্তৃত ১২টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের সঙ্গে বাউবি’রর চলমান শিক্ষাকার্যক্রম নিয়ে ০৯ সেপ্টেম্বর এক ভার্চুয়াল সভার মাধ্যমে মতবিনিময় করেন। মাঠ পর্যায়ে বাউবি’র শিক্ষাবিস্তরণে শিক্ষাব্যবস্থাপনা, অনলাইন শিক্ষা কার্যক্রম, ভর্তি, রেজিস্ট্রেশন, পরীক্ষা পরিচালনা, আসন্ন বি.এ/বিএস.এস পরীক্ষা, স্টাডিসেন্টার ব্যবস্থাপনা,উপ-আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম, বিভন্ন কার্যক্রমের ডাটাবেইজ তৈরি, প্রোমোশনাল কার্যক্রম, কর্মমুখী শিক্ষা, প্রান্তিক পর্যায়ে বাউবি’র শিক্ষাসেবা বিস্তরণ প্রভৃতি বিষয় নিয়ে মতবিনিময় করেন। এসময়ে তিনি সকল কর্ম পরিচালনে চ্যালেঞ্জ সমূহ সম্পর্কে অবহিত হন। তিনি নিষ্ঠা সততা ও গভীর আত্মত্যাগী মনোভাবে সকলকে শিক্ষা সেবায় এগিয়ে আসার আহব্বান জানান। তিনি বাউবি উপাচার্যেরর গণমুখী, জীবনমুখী ও কর্মমুখী শিক্ষা দর্শনে যুক্ত হতে সকলকে আহব্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম , স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক ড. আনিস রহমান সংযুক্ত ছিলেন। উল্লেখ্য দেশ জুড়ে ১২ টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে ৬ লাখের অধিক শিক্ষার্থী ৫৬ টি একাডেমিক প্রোগ্রামে পাঠ গ্রহন করছে। প্রেস বিজ্ঞপ্তি