মুক্ত করে দিয়েছি আমি তোমাকে।
Munni Akther…..💔💔💔💔
তুমি চলে যাওয়ার কারণে
আর কষ্ট হয় না আমার।
তুমি না থাকায়, একাকিত্বে বসবাস করি আমি।
শত অজুহাত দেখিয়ে চলে
গিয়েছো তুমি।
তোমাকে অনেক ভালবেসে ছিলাম, মনে হয় তার জন্য।
তবে এখন আর আগের মতো
ভালোবাসি না।
মুক্ত করে দিয়েছি তোমাকে।
মিথ্যা অজুহাত দেখিয়ে চলে
যাওয়ার কারণে,
তোমার স্মৃতি মুছে যাচ্ছে
বিন্দু বিন্দু করে।
একদিন হয়তো ভুলে যাব তোমাকে।
সেই ভুলে যাওয়া হবে
তোমার জন্য মঙ্গল
Munni Akther….💔💔💔