১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে র‌্যাবের অভিযানে দেশীয় পাইপগানসহ একজন গ্রেফতার
২৩, অক্টোবর, ২০২১, ৭:৫৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

জহির রায়হান, ময়মনসিংহ : ময়মনসিংহে র‌্যাব-১৪’র অভিযানে একটি দেশীয় পাইপগানসহ একজন অস্ত্রধারী গ্রেফতার হয়েছে। গত ২২ অক্টোবর (শুক্রবার) রাতে ত্রিশাল উপজেলার কালিরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মাসুরা বেগম বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর রাতে র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কালিরবাজার এলাকা থেকে মোঃ বাবুল মিয়া (৩৫)-কে গ্রেফতার করে। সে ত্রিশাল উপজেলার কাঠাল আয়নাখেত ইউনিয়নের মৃত আব্দুল হাই এর পুত্র। এ সময় গ্রেফতারকৃতর হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে থেকে ১টি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয় এবং তার দেহ তল্লাশী করে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত অস্ত্র তৈরী ও বিক্রয় করে আসছে। এ সকল অবৈধ অস্ত্র প্রস্তুতকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।