১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৬
৩০, অক্টোবর, ২০২১, ১০:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্দ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসাবে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সি আর ও জি আর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ জন এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে আরো একজনসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে জিআর মামলায় গ্রেফতারকৃতরা হলো, মোবারক হোসেন, সজল, পিতা-সাইফুল ইসলাম, আজিজ আহাম্মদ ও সজল। এছাড়া
সিআর মামলায় মোঃ আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনে মোঃ সিরাজুল ইসলাম ওরফে সিরাজকে গ্রেফতার করা হয়েছে। গ্রফতারকৃতদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। ওসি শাহ কামাল আরো জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।