১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৪
১, নভেম্বর, ২০২১, ৭:১৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিসঃ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় চারজনকে গ্রেফতার করা হয়। গেস্খফতারকৃতদের মধ্যে সিআর মামলায় পরোয়ানাভুক্ত রহমতপুরের ফুরকান হোসেন হৃদয়, জিআর মামলায় পরোয়ানাভুক্ত আকুয়া মড়ল পাড়ার আবু তাহের ওরফে কাইল্যা ও আকুয়া দক্ষিণ পাড়া সোহরাব সাহেবের
মসজিদ আকুয়ার পিয়ানুর রহমান পলাশ। অপর অভিযানে ৯ পিস নেশা জাতীয় ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী পাটগুদাম মদের ডিপোর মোঃ রাকিব হাসানকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।